শূন্য মানে সবাই জানে , খালি কিম্বা ফাঁকা,
অর্থশূন্য মানে হলো,অর্থ নাহি থাকা।
অর্থ মানে টাকাকড়ি, অর্থ মানে মানে,
অর্থ লাগে বাঁচামরায়, অর্থ বিশ্লেষণে।
অর্থশূন্য হলে পরে ,থাকে নাকো মান,
অর্থ বাড়ায় প্রতিপত্তি , বাড়ায় সম্মান।
শূন্য যদি না থাকিত, পূর্ণ অর্থহীন,
শূন্য করে পূর্ণ সবার,জীবনটা রঙিন।
শূন্য মানে শূন্য নহে, পূর্ণের আরম্ভ,
অমানিশা থেকে যেমন,হয় পূর্ণচন্দ্র।
পূর্ণ থেকে শূন্য ভালো,যদি ভরতে যায়,
এই শূন্য পূর্ণতারই , ইঙ্গিত বুঝায়।
সংখ্যাবিহীন শূন্য মানে, শূন্য অর্থ করে,
একের গায়ে শূন্যে শূন্যে, দশগুণে বাড়ে।
সংখ্যা হলো জীবন যাহা, শূন্য দিয়ে পূর্ণ,
শূন্য নাহি থাকিলে তাই,হবেই হবে চূর্ণ।