তুমি আমার আবেগগুলোকে
হত্যা করে ভেবেছো আমি শেষ হয়ে গেছি?
তুমিতো জানোইনা আমি
আবার নতুনকরে শুরু করেছি।
এখন প্রতিপক্ষ তুমি নও,
আমি নিজেই।
তুমি যতবার আমায় ভাঙবে,
আমি ততবার শুরু করবো।
শুধু ঈশ্বরকে বলবো, জীবন কখনো যেন
তোমাকে আর আমার মুখোমুখি না করে।
সেদিন যেভাবে ভাঙবে
আর উঠতে পারবনা।
সাফল্যের সিংহাসনে আমি চড়বোই,
একা…..
সিংহাসনে যে বসে একজনই,
সে আমি……
একমাত্র আমি…..