মনের যত কুপ্রবৃত্তি
কোরবানিটা দাও না তার,
শুদ্ধ হলে হৃদয়খানা
ঘুচবে সকল পাপের ভার।
কোরবানি দাও পশুত্বভাব
মনে থাকবে অমল সুখ,
স্বচ্ছ থাকলে মনের গতি
দূরে যাবে সকল দুখ।
পবিত্র ঈদ হোকনা সার্থক
মনের রিপু করে ক্ষয়,
ইহকালে পরকালে
দুই জাহানে খুশির জয়।
প্রীতির ভাবে থাকলে পরে
মিলেমিশে সবার সাথ,
সময়কালে যাবার বেলা
মহান রবে ধরবেন হাত।
গরিব দুখী অসহায়ের
সহায় হলে বিপদ ক্ষণ,
প্রভু তাতে হন যে খুশি
দেখে তোমার শুদ্ধ মন।