শীতেরদিনে বন্ধু বিনে, দিন কাটে না আর
কাছে এসে বসার সময় হবে কি আর তার?
শীতেরদিনে কখন বন্ধু আসবে কাছে বলো,
কাছে এলে বলব তোমায় মাঠের রোদে চলো
একটুখানি বসবে পাশে শিশিরমাখা নরম ঘাসে
রোদও তখন বলবে হেসে-‘বেশ করেছিস’,শেষে
এই ঠান্ডায় উষ্ম হতে আমার কাছে এসে
তুমিও বোধহয় পৌঁছে যাবে পারিজাতের দেশে।
বুকের ভিতর তখন শীতের রোদের উষ্ম ওমে,
ধীরে ধীরে শীতের কামড় দেখবে যাবে কমে,
এ’সব মোটেই সত্যি তো নয়,সবই আমার কল্পনায়
শীতের কষ্ট দূর করতে,এ’সব ভাবতে হয় আমায়।