হিমেল রথে শীতের বুড়ি
কষায় চাবুক ধরায়,
শীতের কাঁপন হতে বাঁচতে
সবে আগুন পোহায়।
গরিব মানুষ সকাল সন্ধ্যা
কাঠ আর ঘুঁটে পুড়ায়,
শীতের থেকে রেহাই পেতে
তাদের এমন উপায়।
হাড়কাঁপুনি হিমেল হাওয়ায়
ঠান্ডা যখন জাঁকে,
দানে পাওয়া কম্বল গায়ে
কুঁকড়ে পড়ে থাকে।
বুড়ো বুড়ির বেজায় কষ্ট
কঠিন শীতের তরে,
সর্দি কাশি বাতের ব্যথার
যন্ত্রণা ভোগ করে।
দীনের পাশে থেকে তাই যে
সেবা করতে হবে,
সেবা দানে একটু স্বস্তি
সুখে তারা রবে।