ছোট্ট সোনা সেজেছে আজ
সকাল থেকে রাজা,
নাচের তালে গানের তালে
বাজাবে যে বাজা।
শিশুদিবস পালন হবে
গোলাপ দেবে বুকে,
বকবে না আজ কেউ কোথাও
সারাটি দিন সুখে।
মনের সুখে কইবে কথা
পোষা পাখির সাথে,
চলরে তোতা কুচকাওয়াজে
থাকবে নিশান হাতে।
ছোট্ট সোনা সেজেছে আজ
সকাল থেকে রাজা,
নাচের তালে গানের তালে
বাজাবে যে বাজা।
শিশুদিবস পালন হবে
গোলাপ দেবে বুকে,
বকবে না আজ কেউ কোথাও
সারাটি দিন সুখে।
মনের সুখে কইবে কথা
পোষা পাখির সাথে,
চলরে তোতা কুচকাওয়াজে
থাকবে নিশান হাতে।