মাঠগুলো সব কোথায় গেল
কোথায় সবুজ ঘাস?
হোমটাস্কের খাতায় বন্দী
খেলার অবকাশ!
নিত্য রুটিন – নেইতো ছুটি
হাঁপিয়ে ওঠা মন
শহর জুড়ে বাড়ছে কেবল
প্রেমের বৃন্দাবন –
রবিঠাকুরের পড়ার খেলায়
‘প্রশ্ন ‘ এখন কাঁদে
পড়ার কলে নাস্তানাবুদ
ইঁদুর দোড়ের ফাঁদে!
নাচতে পারে-গাইতে পারে
আঁকতে পারে ছবি
সাঁতার জানে-ক্যারাটে জানে
শিখেছে শিশু সবই-
জানেনা শুধুই মাখতে কাদা
ধরতে বৃষ্টিধারা-
আর জানেনা ছুটতে মাঠে
গুনতে রাতের তারা।