শেয়াল ভায়া শেয়াল ভায়া
কোথায় তোমার বাসা!
সন্ধ্যাবেলায় শুনি রেওয়াজ
হুক্কা হুয়া খাসা।
গ্ৰামে এসে প্রতিদিনই
হাঁস ও মুরগী ধরো,
ধূর্ত তুমি বেজায় দেখি
কেবল চুরি করো।
আজকে ভুলু দেয় পাহারা
রইবে জেগে রাতে,
আসবে যখন খপাৎ করে
ধরবে হাতে নাতে।
শেয়াল ভায়া শেয়াল ভায়া
কোথায় তোমার বাসা!
সন্ধ্যাবেলায় শুনি রেওয়াজ
হুক্কা হুয়া খাসা।
গ্ৰামে এসে প্রতিদিনই
হাঁস ও মুরগী ধরো,
ধূর্ত তুমি বেজায় দেখি
কেবল চুরি করো।
আজকে ভুলু দেয় পাহারা
রইবে জেগে রাতে,
আসবে যখন খপাৎ করে
ধরবে হাতে নাতে।