শিউলি গন্ধে অরূপ ছন্দে
মনটা আলো করে,
নীল আকাশে মেঘের ভেলা
খেলে খুশি ভরে।
ভোরের বেলা শিশির সিক্ত
শিউলি ফুলে ঝরে,
মধুর সুবাস ছড়ায় দূরে
বধূ আঁচল ভরে।
নদীর কূলে হাসছে দুলে
সাদা কাশের সারি,
নৌকা বেয়ে মাঝির দলে
দূরদেশে দেয় পাড়ি।
শরৎ শশী স্নিগ্ধ হেসে
ঝরে ধরার বুকে,
জোছনা আলো ঘুচায় কালো
মনটা ভরে সুখে।
শিউলি গন্ধে শরৎ হাসে
আগমনীর গানে,
ঢাকের ধ্বনি যেইনা শুনি
দোলা জাগে প্রাণে।