মৃত্যু তো আসবেই একদিন আলিঙ্গনে জড়াতে,,,
তবুও আকুল আকুতি তার কাছে,
রেখো একটু সময় হাতে, শোকে বাঁকিয়োনা ভুরু,
হয়ো না দুঃখিত, রেখো ভবিষ্যত মিলনের অভীপ্সা,
অপেক্ষা করো আমার আলিঙ্গনের ,
রেখো ধৈর্য অনেক,,,
আমি চাই আরও একটু থাকতে জীবনের ক্রোড়ে ,,,
দুচোখ ভরে দেখতে চাই জীবনের সকল রূপ, রঙ।
বুঝতে চাই প্রাণভরে বেঁচে থাকার অর্থ,
তারপরেই নাহয় আসবো ফিরে তোমার বাহু ডোরে,,,
জন্ম-জন্মান্তরের বন্ধনে হব চির আবদ্ধ,,,
তোমাকে বরণ করে নেবো আমার সৌভাগ্যের প্রতীক হিসেবে।
তুমিও আমার শিয়রে বাঁধা রবে আমার ললাট লিখন রূপে,,,
সকল অমানিশার কাটবে আঁধার,
নির্বাসনকালে নিষ্প্রভ গদ্যের উদ্ভাসিত জ্যোতি হয়ে আজীবন মৃত্যুর বাহুডোরে জড়াবো
নির্মম সত্যের পূর্বনির্ধারিত বিদায় মুহুর্ত রূপে।