স্রোতের প্রবাহে ভেসে যায় মন প্রবৃত্তি তাড়নায়,
সুখের প্রহর বয়ে যায় দেখে বৃথা করো হায় হায়।
বাসনার ‘পরে বাসনা কামনা জাগতিক উৎসব ,
সুখ পিপাসার অন্তে নূতন পিপাসার উদ্ভব।
ভোগ আসক্তি হিংসার জ্বালা আঁধারের কাছে ঋণী,
মধুর সুবাসে ভোগ বিলাসের চলে শুধু বিকিকিনি।
আলিঙ্গনের মধুর মিলনে কামনার জ্বালা পোড়া,
প্রাপ্তি সুখের অন্ত হলেই গোময় জলের ছড়া।
প্রেমের পরশে বাঁধা পড়ে মন কামনা মদির জালে,
প্রাপ্তির সুখে হারায় যে প্রেম দেহের অন্তরালে।
ভোগের অসুখে হানাহানি আর কানাকানি অবিরত,
ক্ষয়িষ্ণু আয়ু তবুও যে তার ভোগের গর্ব কত !
কামনার পথে প্রতিরোধে জমে ক্রোধ জ্বালা আর দাহ,
হিংসা ও দ্বেষ, ঘাত-প্রতিঘাতে মেতে আছি অহরহ।
অসার এ দেহ ভোগ ও সুখের কত না বার্তা বয়,
পুরানো পোষাক ছেড়ে চলে গেলে কিবা আর পড়ে রয়!
ত্যাগেই শান্তি, সুখের প্রহর গুণে করোনাকো হায়!
ভোগ সুখ ত্যাজ মায়া মোহ যত আসক্তি চিন্তায়।