শান্তির ললিত বাণী , কোথা এবে আজ,
মহামানবেরা আর, আসেন না ভবে।
করিতেছে আজ হেথা , অসতেরা রাজ,
প্রমাদ গুনছি সদা , দিনে রাতে সবে।
অনাদি অনন্ত কাল, এ তিন ভূবনে,
শান্তি কভু নাহি ছিল, দেবতা অসুরে।
স্বর্গ রাজ্য অধিকারে , প্রতি ক্ষণে ক্ষণে,
বাধিত বিবাদ সেথা , অসুর ও সুরে।
অমৃতের ভাণ্ড যবে , সমুদ্র মন্থনে,
লক্ষ্মীদেবী হস্তে লয়ে , আবির্ভূতা হন।
তাই লয়ে দেবাসুরে , মত্ত হলো রণে,
অশান্তির গ্লানিতে তাহে,ভরিল ভূবন ।
পারিজাত পুষ্প লয়ে, তার অধিকারে,
ইন্দ্র বিষ্ণু মত্ত হন ,চরম বিবাদে।
দেবমাতা অদিতির , নিপুণ বিচারে,
নিষ্পত্তি হইলো তাহা , পরম সুবাদে।
পৃথিবীর মহাকাব্যে , অশান্তির ধারা,
বয়ে চলেছিল সেথা , সদা অবিরাম।
রাম রাবণের যুদ্ধ , জানকী উদ্ধারে ,
কুরুক্ষেত্র যুদ্ধ হয়, লয়ে পঞ্চগ্রাম।
কবিদের মতো তাই , আমারো বিশ্বাস,
শান্তির ললিত বাণী ,ব্যর্থ পরিহাসে।
শুনাইবে মানুষেরে ,অতীতের হাস,
শান্তি নামে অশান্তির , স্বর্ণাক্ষর ভাষে।