রাতারাতি ফর্সা মেঘে
বিচ্ছিরি সেই বর্ষাটা
বিদায় নিলো শেষে,
তুলোর মতন মেঘগুলোতে
সূর্য্যি ওঠে হেসে।
কাশের ঝাড়ে মাতাল হাওয়া
নাচের তালে দুলোয় খালি
লম্বা সাদা মাথা ,
আনমনা তাই মনটাতে
হারিয়ে যায় ব্যথা।
দোয়েল টিয়া ফিঙ্গেটাও
ঘাড় নেড়ে গাইছে গান
বিশাল গাছের ডালে,
গাঁয়ের শিশু দেখলো তাও
দাঁড়িয়ে সরু আলে।
থোকা থোকা ফুলের হাসি
তরুগুলোর বুকটা জুড়ে
ফেরায় ওদের হাল,
হটাৎ তখন মনে হলো
এ যে শরৎ কাল ।