কত শরৎ কেটে গেল
নগরের অজান্তে—কেটে যাবে আরও ,
নগর-নাগরিক অভ্যস্ত ; নদী তো নয়
এ পাখিরাও নয়, তবু নীল দেয়াল ধʼরে
নেমে আসা শ্বেতশুভ্রের আহ্বানে
মহাজাগতিক ঘূর্ণন বন্ধ হয়ে যেতে চায়—
আমিও থেমে যাই ; থেমে যেতে চাই
প্রাগৈতিহাসিক অভ্যাসের বশে।
কোনও এক অজ্ঞাত শান্তির মায়াবন্ধনে
আমাকেও আসতে হবে আবার
এই শরতের টানে।