একটা রক্ত মাংসের ঘর
কবেই বানিয়েছি তোমার জন্য
তার চারিদিকে ফুটিয়েছি
মায়া রঙের ফুল
সেখান রাত নামতে দিই না কোনোদিন
খরগোশ আলো খেলা করে শিরায় শিরায়
কিছু পরীক্ষায় পাশ করলেই
মিলবে চাবি
একটা রক্ত মাংসের ঘর
কবেই বানিয়েছি তোমার জন্য
তার চারিদিকে ফুটিয়েছি
মায়া রঙের ফুল
সেখান রাত নামতে দিই না কোনোদিন
খরগোশ আলো খেলা করে শিরায় শিরায়
কিছু পরীক্ষায় পাশ করলেই
মিলবে চাবি