কুয়াশার চাদরে ঢাকা পড়ে শরতের মহিমা
ঋতুর বয়স বেড়ে চলে সময়ের বাঁকে ,
ফিরে গেছে উমা আগমনীর নিরঞ্জনে
হিমেল হাওয়ায় কাশফুলের দোলা হারায় জৌলুস ।
নীল আকাশে সাদা মেঘের ভেলা ভেসে চলে দিগন্তে
সূর্যের তপ্ত দগ্ধ শরীর ঢালে স্নিগ্ধ প্রলেপ;
সুরভিত শিউলির মেয়াদ আসে ফুরিয়ে শরতের শেষে,
গোধূলির আলো যায় অস্তাচলে সময়ের আগে।
শান্ত দীঘির পাড়ে মাছরাঙা আজও ওত পেতে থাকে,
বুকে গভীরে চিনচিনে ব্যাথা অনুভূত শরতের বিদায়ে।
হেমন্তের আগমনে মাঠ জুড়ে সোনালি পোয়াতি ফসল,
প্রত্যাশার সম্ভারে যোগসুত্র হয়ে ধরা দেয় ফেলে আসা শরতের দুয়ার।
বিদায়ী শরৎ, থেকো না ম্লান নীরবে নিভৃতে,
নিঃস্ব হয়ে হেরে যাওয়া নয় সময়ের মূলমন্ত্র,
ফিরে এসো আবার প্রকৃতির অপরূপ উদাত্ত আহ্বানে
অনুভূতির শিহরণের রেশ রয়ে যাক একান্ত আপনে……