আমি তো আমারই মতো অপটু ভাবনাদ্বীপে
শব্দহীন শব্দদীপ জ্বালি ।
সমুদ্র সম্মতি পেলে মেঘের উপত্যকায়
আঁকা যেতো আদিগন্ত রামধনু আয়ু ।
যতই চর্যার স্রোতে বিনিদ্র চর্চার দাঁড়ে
মধুময় কপোতাক্ষ কূলে
কল্পনার নোঙর ফেলি না কেন ,
বিস্তীর্ণ বীজের প্রতিভা ছাড়া
মহাকাব্যিক কবিতা ফলে না !
সুপ্রাচীন প্রাজ্ঞ তত্ত্ব
জীবনের একান্ত অনুভবে এলে
নতুন তথ্য হয়ে যায় ।
অনুতাপহীন এ প্রাপ্তির আহ্লাদে
শব্দের সবুজ বিপ্লবের পদাতিক আমি ,
বোধের জারিত যজ্ঞে
অবিরাম অনির্বাণ শব্দাহূতি দিই !