বিশ্ব পরিবেশ দিবসে আজ নিলাম শপথ,
নির্মল নিষ্কলুষ বিশ্ব গড়ে যেতে চাই
দিকে দিকে তরুশাখা পত্র ও পল্লব
মর্মরিত আন্দোলনে প্রজাপতি সব
সুজলা সুফলা নীল নির্মল জল, আকাশের যত গ্রহ তারা
করি অনুভব, নির্মল প্রাণে, পাখিদের কলতান
মুগ্ধ করুক প্রাণ, অনাবিল গানে, অন্তর বাহির
হোক জাগরুক, প্রকৃতির অকৃপণ দানে।
সকলে এই স্নিগ্ধ প্রকৃতির মাঝে করি অনুভব প্রাণে প্রাণে
আমরাও পারি গড়ে দিতে পারি এক নতুন বসুন্ধরা
সহস্র কোটি বছর যাবত আসে নাকো যেন খরা।
নব চেতনার প্রাণের আলোকে সুখ শান্তির গানে
পৃথিবীতে প্রাণ ফিরিয়ে আনবো নিজেদের কল্যাণে।
সুখ শান্তি ও ছায়া ঘেরা নীড় মমতার মাঝখানে
আশায় আশায় বুক বাঁধি আর গাই আপনার মনে।
বিশ্ব পরিবেশ দিবসে পৃথিবীটা গড়ি নিজেরা আপন মনে
আসুন সকলে,কাঁধে কাঁধ মিলে নতুন প্রাণের টানে,
গাছ লাগাই আর সেগাছ বাঁচাই নিজেদেরই প্রয়োজনে।।
উম্পুন আয়লা রিমেল ঝড়ে সাংঘাতিক ক্ষতিগ্রস্ত দেশ
এসেছে সেই ক্ষতি পূরনের দিন, একটু সময় নিজেরা দিন
অপূরণীয় ক্ষতির হাত থেকে বাঁচুক পরিবেশ,
আসুন সবাই মিলে পরিবেশ উন্নয়নে করি মন নিবেশ।
প্লাস্টিকের সামগ্রী যত বোতল আর ব্যাগ হোক বর্জিত
ই- বর্জ্য যত আছে জমা করি একসাথে তুলে দিই সব
পরিবেশ বন্ধুর হাতে নিজেরাও সচেতন হই পাড়ায় পাড়ায়
সব দায় ঝেড়ে ফেলে দেওয়া ভালো নয় যেন রাখি মাথায়।
অমূকে করেনি কেন, আমার কি দায়, এটা যেন না হয়
পরিবেশ ভালো রাখা দায়িত্ব সবার।
একদিকে উষ্ণায়ণ বেড়ে চলে অন্যদিকে হাহাকার
পানীয় জলের আধার ক্রমশ ই শুকিয়ে যায় দারুণ খরায়।
পরিবেশ বাঁচাতে হবে জল সংরক্ষণ করতে হবে অপচয় নয়
দৃষ্টি দিতে হবে পানীয়জলের আধার গুলো শুকিয়ে না যায়।
বৃষ্টির জল যেন জমাকরে রাখা যায় দীঘিতে পুকুরে খালে বিলে
মাটিতে জলের স্তর ফের যেন ভরে ওঠে প্রকৃতি খেয়ালে।
শস্য শ্যামলে ঘেরা আমাদের এ পৃথিবী কলুষ মুক্ত হোক
আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন অভিশাপ দেয় নাকো
জলের বিহনে আর আমাদের অবহেলা বলে।
সাবধান হতে হবে তাই শপথ নিতেই হবে পরিবেশ বাঁচাই।
শুধু একদিন নয় প্রতিদিন প্রতি রাত শপথ একটা ই
সবাই এগিয়ে এসো গাছ লাগাই আর প্রাণ বাঁচাই হাতে হাত ধরে পরিবেশ বাঁচাই।।