অনেকদিন পরমস্নেহে মা কপালে রাখেনি হাত ….
অনেকদিন ভাইয়ের সঙ্গে গল্পে থাকেনি মত্ত ,
অনেকদিন তোমার আমার
দেখা হয়নি বন্ধু –
অনেকদিন কোনো নারীর ওষ্ঠ ছুঁয়ে বলিনিঃ ভালোবাসি ।
সেদিন স্বপ্নে হারিয়ে যাওয়া সবুজ অরণ্যকে স্বাক্ষী রেখে রেখেছি শপথ মানবতার ।
অনেকদিন পরমস্নেহে মা কপালে রাখেনি হাত ….
অনেকদিন ভাইয়ের সঙ্গে গল্পে থাকেনি মত্ত ,
অনেকদিন তোমার আমার
দেখা হয়নি বন্ধু –
অনেকদিন কোনো নারীর ওষ্ঠ ছুঁয়ে বলিনিঃ ভালোবাসি ।
সেদিন স্বপ্নে হারিয়ে যাওয়া সবুজ অরণ্যকে স্বাক্ষী রেখে রেখেছি শপথ মানবতার ।