অনেক কালো পর্দা সরিয়ে সরিয়ে
পথ প্রসব করেছি
ভুলচুক পেরিয়ে
ভাঙা নদীতেও
পদ্মের চাষ
রক্তাক্ত আঙুল ভুলে
ইচ্ছেয় যত্ন ঢালতেই
রেলিঙের হাত বেড়িয়ে এসে
শক্ত করে জড়িয়ে ধরে হাত
নাগপাশ থেকে মুক্তি পেয়ে
তারাদের চোখে
আশীর্বাদ দেখেছি
অনেক কালো পর্দা সরিয়ে সরিয়ে
পথ প্রসব করেছি
ভুলচুক পেরিয়ে
ভাঙা নদীতেও
পদ্মের চাষ
রক্তাক্ত আঙুল ভুলে
ইচ্ছেয় যত্ন ঢালতেই
রেলিঙের হাত বেড়িয়ে এসে
শক্ত করে জড়িয়ে ধরে হাত
নাগপাশ থেকে মুক্তি পেয়ে
তারাদের চোখে
আশীর্বাদ দেখেছি