দাউদাউ জ্বলছে বন থেকে প্রতিটি বনাঞ্চল,
পুড়ছে মন কীট পতঙ্গের দল ।
ঝলসে যাচ্ছে পশুপাখি বসতি আবাদ,
দাবানলের লকলকে জিভ আগ্রাসী লেহনে দেয়নি কিছু বাদ।
ঘিরে ধরে কালঘাম আঁধারের অবিশ্বাসী বৃত্তের অক্টোপাস ডানায়,
এক নিঃশ্বাস বাঁচতে চাই প্রবলভাবে আলোর দাবানলে ,
কলঙ্কের দাগছোপ জমে জমে মুছে গেছে জন্মদাগ,
শাসন স্নেহের একান্নবর্তী ছায়া বিলুপ্তির পথে মিথ্যেসুখে বাঁধা,
বিবেকের ময়নাতদন্তে উঠে আসে অন্তর্জলী যাত্রার পাঠ্যসূচি ।
কঠিন রোদ্দুর শুষে শুষে খরতাপে পুড়ে ছাই চরাচর,
পোড়া কালো মৃত্তিকা ধুঁকছে নিঃশ্বাস হীন মুমুর্ষুতায়,
স্বার্থের উন্নয়নের জোয়ারে প্রকৃতির ভারসাম্য যাচ্ছে চুলোয় যাক,
পরিবেশ হারাচ্ছে আজন্মের সজীব সবুজের কৌলীন্য।
উদয় হোক চেতনার চিন্তন মননের মনন,
কেটে যাক অন্ধকার কালের দমবন্ধ প্রহর,
আগামী প্রজন্মের ফুসফুস ভরে উঠুক তরতাজা শ্বাসে
বসুন্ধরা হয়ে উঠুক বাসযোগ্য, সবুজের আঁচলে…….