সম্পর্কগুলো ভালোবাসা আবেগে ধরে রাখা
ছোটো থেকে একসাথে থাকা,
সম্পর্কগুলো টক ঝাল মিষ্টিতে বাঁধা
ঝড় জলে টিকিয়ে রাখা।
সম্পর্কগুলো কাজের চাপে একটু দূরে
ছুটিতে ঘষে মেজে রাখে,
সম্পর্কগুলো অটুট বন্ধনে আবদ্ধ করে
আচারের তেল মাখা থাকে।
সম্পর্কগুলো বৃষ্টির জলে ভিজতে চাওয়া
রৌদ্রে আবার শুকনো করা,
সম্পর্কগুলো কঠিন বাস্তবতার চাদরে জড়িয়ে
কর্কশ কাঠিন্য রূপ ধরা।
সম্পর্কগুলো লোভ লালসার গল্প শোনায়
হিসেব ধরে অঙ্ক কষে,
সম্পর্কগুলো স্নেহ মায়া মমতায় মাখা
সময়ের সাথে করুণ রসে।
সম্পর্কগুলো পিতা মাতা ভাই বোনের
স্নেহের বাঁধনে বাধা রহে,
সম্পর্কগুলো স্বামী স্ত্রী ছেলে মেয়ে
দাম্পত্য জীবনের গল্প কহে।
সম্পর্কগুলো এখন শুধু কাগজ কলমের
কবি সাহিত্যিক লেখক লেখে,
সম্পর্কগুলো এখন নিভৃত কোণ খোঁজে
লেখার মাঝে কত শেখে।