এই, জানো আজ
একটা স্বপ্ন দেখলাম,
ভালো কি মন্দ জানিনা,
তবে দেখলাম ।
আমি ছুটে বেড়াচ্ছি কাশ্মীর থেকে কন্যাকুমারী,
গুজরাট থেকে অরুণাচল প্রদেশ ।
হঠাৎ একজন পথ আটকে জিজ্ঞাসা করলো,
‘তুমি এতো ছুটে বেড়াচ্ছ কেন’?
আমি বললাম, ‘শান্তির ভারতের খোঁজে,’
আমি বললাম ‘উন্নত ভারতের খোঁজে’,
আমি বললাম ‘সমৃদ্ধ ভারতের খোঁজে,
যে ভারতবর্ষের লোভে নাদির শাহ্ করেছিলেন লুন্ঠন,
যে কোহিনুর হীরা লুঠ হয়েছিল,
আমি খুঁজে বেড়াচ্ছি সেই সবটাই।
জানতে চাই প্রকৃত ইতিহাস’।
সে তখন বললো, ‘কেন খুঁজতে চাইছ তাদের’?
আমি বললাম, ‘ভারত আবার সংস্কৃতির পীঠস্থান হোক,
সারা পৃথিবী মাথানত করবে সংস্কৃতির কাছে’।
সে তখন বললো, ‘তাহলে তোমার কাঁধে কি’?
আমি বললাম, “লাশ,,,
শিক্ষা সংস্কৃতির লাশ,
উন্নত ভারতের লাশ,
সমৃদ্ধ ভারতের লাশ,
সেইসাথে অশিক্ষা কুশিক্ষার লাশ,
আর আছে মানবতার লাশ” ।
“তাহলে এখনো পোড়াচ্ছ না কেন” ?
‘”আমার সন্ধান এখনো শেষ হয়নি যে,
শেষ হলেই সব একসাথে করে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেব” ।।