জলে, কেউ নামে, কেউনা নামে—
লহর ওঠে নামে বন্ধু, লহর ওঠে নামে।
জলে, কেউ নামে, কেউনা নামে।
তরী বাইয়া কে যায় জলে,কেউ বা লহর গোনে,
তীরে বইয়া রইলাম চাইয়া,কে যায় ভেসে গাঙে।
যখন নদী দুইকুল ছাপায়, প্রাণে জোয়ার আনে,
হৃদয় ভরা আশা লইয়া কোন কুলে সে থামে।
সংসার হইল অকুল পাথার কান্না হাসি মনে,
নিত্য হাসি গৌরবেতে কান্দি অপমানে।
জানি আমি জানি বন্ধু সোহাগ যে কার মনে,
নিত্য নতুন ঢেউয়ের দোলা মন ভরে মন ভাঙে।
যে জন চতুর দূরে দাঁড়ায় লহর বুঝি গোনে,
সুযোগ মতো ঝাঁপায় জলে লহর চিনে চিনে।
কপাল আমার এমন পোড়া ঢেউ কিছু না চেনে,
অতল জলে যায় সে চলে হিসেব নাহি জানে।
তোমায় ডাকি দয়াল বন্ধু পার কর অধমে,
সংসার যাত্রা সাঙ্গ করি যাই কোথা পথ চিনে।
পরাণ সখা দাও গো দেখা এই ভরা শাওনে,
তোমার সাথে নামি জলে অকুল পাথার গাঙে।
আসমান বুঝি আন্ধার হইল মেঘ ঈশান কোনে,
জলে নামার সময় বুঝি হইল এতোদিনে।
ভাঙা দেউল রইলো পড়ি সংসার কাননে,
কোথায় সারাই কোবরেজ তো নাই জোড়ে ভাঙা মনে।
আসমান জমিন সব একাকার এ ঘোর দুর্দিনে,
বদর বদর বইলা তরী ভাসাই অকুল গাঙে।