জীবনে চেয়েছি যারে আমি
পাই নি তো আমি তাকে কভু ।
তাও তো ভীষণ ভালো আছি
ফরিয়াদ নেই তাই প্রভু।
আক্ষেপ করেছি ক্ষণকাল
হেসেছিল আমার ললাট।
পাল্টে ফেলি জীবন রেখা
এটাই চারিত্রিক মলাট।
জীবনে চেয়েছি যারে আমি
পাই নি তো আমি তাকে কভু ।
তাও তো ভীষণ ভালো আছি
ফরিয়াদ নেই তাই প্রভু।
আক্ষেপ করেছি ক্ষণকাল
হেসেছিল আমার ললাট।
পাল্টে ফেলি জীবন রেখা
এটাই চারিত্রিক মলাট।