বুকের ভেতর
অনেকটা জমি পতিত
বুকের ভেতর
অনেকটা জুড়ে অতীত
পতিত জমির দখল কাউকে দিইনি আজও
দিইনি ছুঁতে আমার বুকের আনাচ কানাচও
বুকের ভেতর
খানিকটা জুড়ে নদী
বুকের ভেতর
ভাঙছে পাড় নিরবধি
নদীর জলে ধুয়ে নিই চোখের জলের ক্ষত
ধুয়ে নিই দুঃখ বিষাদ জমে আছে যত
মন তবু আকুল হয় প্রেমে
ছুটে চলে তারই নিবিড় টানে
কি যে এমন আছে সেই প্রেমে
শুধু যেন তা ওই মনই জানে
এখন কি আর নিজের মতো থাকতে পারি
খেদ নেই তাতে, আমি যে সবেতেই আনাড়ি
এই যে বেঁচে থাকা
যেন খাঁচার ভেতর পাখি
শুধু চোখের স্বপ্নটুকুই
দু’চোখে জমিয়ে রাখি ।