পিপাসায় ফাটে বুক
কাষ্ঠ সম মুখ; /প্রদত্ত/
সূর্যালোকে গাত্রজ্বালা
কত দেখি দুখ।
কাঠফাটা রোদে দেখি
তরু সব মরা;
জলের অভাবে যেন
শুষ্ক আজ ধরা।
পশুপাখি গাছপালা
হাহাকার করে;
জলাশয় বুজে গেছে
জল নেই ঘরে।
জল নেই পুকুরেতে
নেই খালে বিলে;
দূর গগনেতে ওড়ে
চাতক ও চিলে।
প্রখর প্রতাপে রবি
আগুনের গোলা;
পথে কুকুর গুলোর
জিব দেখি ঝোলা
উষ্ণায়নে ধরা পোড়ে
দাউদাউ জ্বলে;
বিজ্ঞানের অভিশাপে
লোকজনে বলে।