সূর্যি মামা রুদ্র তেজে ঢালে অগ্নি গোলা,
তাপ দহনে শুকায় ধরা নদীতে জল ঘোলা।
নদী পুকুর জলাশয়’কে শুষ্ক ঘোলা লাগে
ফসল গুলো শুকনো দেখে মনে দুঃখ জাগে।
পিপাসার্ত চাতক পাখি করুণ সুরে ডাকে
পাড়ার মোড়ে কুলফি শুনি অনেক জোরে হাঁকে।
গোপালপুরে রত্নাকরে দেখছি চেয়ে নুড়ি!
এর চাহিতে গরম কালে অনেক ভালো পুরী।
তাপদাহের জ্বালায় পশু পাখিবৃন্দ কাঁদে
বলতে পারো নিজের দোষে পড়েছি সব ফাঁদে।
গরম তাপে মরুভূমির তপ্ত বালু ওড়ে
জলের খোঁজে পাখিরা তাই চারদিকেতে ঘোরে।