রোদ্দুর রায়
গেলে তুমি কোথায় ?
সময় ডাকছে তোমায়;
ফিরে এসো আর একবার—-
রাজ্যের মানুষ বলছে তোমাকেই এখন খুব দরকার।
সুশীল সভ্য মানুষের মুখ হতে যখন প্রতিবাদের ভাষা হারিয়ে যায়—
এমন সময়; ঠিক এমন সময়
সময় ফিরে পেতে চায় তোমায় তোমারি ভূমিকায়।
বুদ্ধিজীবীরা যখন নেত্রীর ঘোমটার তলায়
বুদ্ধিজীবীরা যখন নেতার লুঙ্গির তলায়
এই মুখোশ প্রিয় নগ্ন চরিত্রের———–
সব সত্য তথ্য ফাঁস হয়ে যাক রোদ্দুরের গলায়।
তুমি ফিরে এসো রোদ্দুর;থাকো তুমি যতদূর
জনতা আছে তোমার পাশে আর পেয়েও না ভয়
মানুষের মনের মাঝে জায়গা করেছো তুমি
জগতময় পূর্ণতার সন্ধানে চাইছে তোমাকে সময়।