একটা রোদের প্রান্তর কেবল বন্ধুত্বের হাত বাড়ায়।
রোদ! রোদ! কেবল রোদ!
কোথাও ছায়া নেই!
সবুজ গাছগুলো চলমান-
চলমান বনানী-
একে একে ঝাপসা হয়ে আসে স্থির তরঙ্গের নদী আর ঝোপঝাড়ে ঘেরা ছায়ার আসর।
আমিও চলমান… ব্যাসল্ট ছড়ানো ইস্পাতের সমান্তরাল দুটি লাইন ধরে ছুটন্ত ঐ মালগাড়িটির মতো।
উন্মুক্ত পায়ে তপ্ত প্রান্তরের ওপর…
সূর্যের আঁচ মাখা মধ্যাহ্ন গগনের নীচে…।