সকালে এনেছি রোদ আর খড়কুটো।
আমার খাতায় সকাল যেভাবে হয়।
সময়ের কাছে হেরে গেছি খুব দ্রুত…
তুমি তো আমার কবিতায় পাওয়া জয়।
তোমার ঘরেও একফালি রোদ ঢোকে,
লেখার দু’পাশে সরে যায় উল্কারা…
তুমি বোঝাচ্ছ ভেঙে ফেলা। ছন্দকে।
কুড়িয়ে নিচ্ছে, কাছে বসে আছে যারা।
আমি দূর থেকে এই সমস্ত দেখি।
একা হেঁটে যায় জন্মদিনের শীত…
স্পর্শে এ-লেখা একবারও জাগবে কি?
জলে যেরকম ফিরে আসে সম্বিৎ?
সকালে এনেছি খড়কুটো আর রোদ।
আমার খাতায় সকাল যেটুকু হয়।
পথে পথে আজ উঠে যাক অবরোধ…
তুমি তো আমার কবিতায় পাওয়া জয়!