খুলির ভিতর রেশম পোকা
দিয়েসে অনেক ডিম।
কল্পনার দেই নিত্য ‘তা’,
বেরোবে অনেক রেশম পোকা।
পোকার জন্যে আছে অনেক
‘মালবাড়ী পাতা।’
খেয়ে ‘মালবাড়ী পাতা’,
পোকা হবে মোটা-সোটা।
পোকা বাঁধবে নিজের গায়ে
রেশমি সুতো যত।
রেশম সুতার ‘পিউপা’র গজাবে না পাখা
বলবে না ফুলে’র কানে, কোনো গোপন কথা!
ফুটিয়ে ‘রেশমি পিউপা’
‘জোলা’ তুলবে রেশম গোটা।
কাটবে চরখায়, রঙ্গিন রেশম সুতা,
বুনবে তাঁতে, বাহারি রেশমি শাড়ি!
জড়িয়ে অঙ্গে রেশমি শাড়ি
মডেল করবে ‘কেট ওয়াক।’
দর্শক দিবে উল্লাসে
জোরে হাত তালি!
রেশম পোকার ব্যথা
থাকবে ওর অন্তরে!
সাজবে ‘আনন্দে’র মাহফিল’
শহীদের কবরে!!