অরুন আলোক ঝিকিমিকি করে
হাসিছে শরৎ বেলাতে,
আকাশের বুকে তুলোট মেঘেরা
মাতিয়ে খুশির খেলাতে।
সাদা সাদা কাশে নদীপারে রাশে
চপল বাতাসে দুলিছে,
কচিপাতা শাখে সোনা রোদ মাখে
ফুলেরা পাপড়ি খুলিছে।
বিহগের গানে সুর জাগে তানে
বাগিচা ভরেছে ফুলেতে,
নদী বয়ে চলে কুলু কুলু স্বরে
ঢেউয়ের দোলা কূলেতে।
আগমনী সুরে ঢাক বাজে দূরে
জননী ধরাতে আসিছে ,
ফুলের সুবাসে হরষে হরষে
সারাটি ভুবন ভাসিছে।
ভোরের বেলাতে শিউলি তলাতে
শিশিরে ভেজানো ঘাসেতে,
কুলবধূ দলে হেসে ঢলে ঢলে
কুড়োয় শিউলি রাশেতে।