ললনা রূপসী শ্যামলী শ্রেয়সী
চলছে নদীর পরে,
ঠমক ঠমক রূপের ঝলক
মুখেতে হাসিটি ভরে।
সবুজ বসনা কাজল নয়না
পায়েলিয়া মধুরে বাজে,
কানেতে দুলে বকুলের ফুলে
খোঁপাতে করবী সাজে।
ফুলের গহনা পড়েছে ললনা
কিযে অপরূপা দেখি,
চিবুকের তিলে প্রেমের ঝিলে
হাবুডুবু খাই সেকি!
দেহ বল্লরী আহামরি মরি
অপলক রহে আঁখি,
তিয়াসী নয়ন দেখে অনুক্ষণ
মনেতে ছবিটি রাখি।
আঁচল দোলায়ে বনবীথি ছায়ে
নিতে কণকচাঁপা ফুলে,
মধুর হেসে খুশির রেশে
আঁচলে নেয় তুলে।
বিলোল হাসিতে ফুলের রাশিতে
স্নিগ্ধ ছোঁয়াতে ভরে,
আমাকেই দিতে খুশির চিতে
মুগ্ধতা ঝরে পড়ে