ভোরের পাখি উঠছে ডাকি
ফুলের শাখে ওই,
গগন জুড়ে বিহগ উড়ে
মুগ্ধ চেয়ে রই।
ফুলেশ্বরী আহা মরি
ঢেউ তুলে সে যায়,
মাঝি গানে বৈঠা টানে
দূরদেশে তে ধায়।
চখা চখি দ্যাখনা সখি
খুনসুটিতে রয়,
পানকৌড়ি দল ডুব গলা জল
নেইরে মনে ভয়।
চাতক পাখি মেলছে আঁখি
আকাশ পানে মুখ,
প্রখর তাপে হৃদয় কাঁপে
পিপাসা তে বুক।
ছেলের দলে ঝাঁপ দেয় জলে
কৌতুক ভরা মন,
পাকা ফলে খেতে চলে
পাশেই আমের বন।
কেউবা চড়ে গাছের পরে
ধুপধাপ ফেলে ফল,
এলে মালি দেয় যে গালি
পালায় দামাল দল।
ইলশেগুঁড়ি ঝিরিঝিরি
সোহাগ মাখে গায়,
আনন্দে প্রাণ ধরে যে গান
সুখটা ছেয়ে যায়।