কে যেন বলত!!
আরে গরীবের ঘরে রূপবতী কন্যা!
বড় হলে ভাতের অভাব হবে না।
কি কারণে এই যে টিপ্পণী ভাবলে গায়ে শিহরণ জাগে।
তিন ভাই বোন নিয়ে আধপেটা আহার–
রূপ কাজলে ,মাটি দিয়ে লেপন রাখলেও
হায়নারা গণ ধর্ষণ করে ছুঁড়ে ফেলে ধান ক্ষেতে!
ধর্ষিতা নাবালিকা সামাজিক কারণে ঘরছাড়া।
রূপবতীর বারো থেকে ছোটা শুরু,
নষ্ট মেয়ের ভাতের অভাব হয় না!
হাত বদল হতে হতে মুখিয়ার কবলে
বৃদ্ধ মুখিয়ার বধূ হয় পনেরোতে
বড়লোকের বধূ খবর পেতেই ছুটে আসে বাপ মা!
সন্তানের কাছে আসে নানান দাবী–
মুখিয়ার প্রচুর ধনসম্পদে আত্মহারা হয়ে
রূপমতী ছুঁড়ে দেয় কিছু টাকা বাপ মাকে
আজ সে চরিত্র হননে আত্মসুখ খুঁজে পেয়েছে
মুখিয়ার রানী জেগে জেগে স্বপ্ন দেখে
কে যেন বলেছিল গরীবের ঘরে রূপবতী কন্যা !
দেখবেন ভাতের অভাব হবে না!!
অর্থ থাকলে সব পাপ ধুয়ে সাফ করে দেয়।
মুখিয়ার ঘরে বড় বড় নেতাদের আগমন
ঘোমটা মাথায় চলে অতিথি আপ্রায়ন!
রূপগঞ্জে রূপমতী আত্মসুখে ডগমগ অবস্থা।
হারিয়ে গেছে তার অতীত বসন্ত,
ছোট্ট খোকা নিয়ে সুখের জীবন।