রুপোর কাঁটা
পুরনো জিনিস বোঝাই ট্রাঙ্কটা আজ গোছাতে বসেছি। ট্রাঙ্কটা খুলতেই ন্যাপথলিন,পুরনোকাপড়ে র গন্ধ সব মিলেমিশে মনটা বড় স্মৃতি ভারাতুর করে দিলো !এই গন্ধটার সাথেআমার ঠামমির স্মৃতি,শৈশব ,,কৈশোরের স্মৃতি মিশে আছে॥ঠামমির গরদজোড়,ভাই এর দুধ খাবার ঝিনুক,,বাটি, আমার প্রাথমিকে র পাওয়া নটরাজের মূর্তি,,,,,,,কত্তো স্মৃতি,,,,,! দেখতে দেখতে হঠাৎ চোখ পডলো একটা ছোট্ট গয়নার বাক্সে,,,,,, হাতে নিয়ে ওটা খুললাম ,,,,,,,একটা চুল আটকানোর সুন্দর বাহারী রুপোর কাঁটা,,,,,এক লহমায় মন ফিরে গেল আমার ফেলে আসা কিশোরী বেলায় ,,,,,,এটা তো আমার চুলে লাগানোর কাঁটা,,,,যখন হায়ার সেকেণ্ডারী তে পড়ি তখন কার॥
কাঁটাটা হাতে কখন যে ফিরে গেছি পুরনো দিনে ,,,,,,,,,
শিউলি সুবাস জড়ানো শারদীয়া উত্সবের শুরু!
সকাল থেকেই হৈচৈ! ভোরে উঠেই ফুলতুলতে গেছি,,,তুইও সাথে॥ ফূলতুলে আসতে আসতে বললি,,,”একটু কাজ আছে, যাচ্ছি ,,তোর প্রোগ্রাম শুরুর আগেই চলে আসবো॥”সন্ধ্যে থেকেই হৈ হুল্লোড় হচ্ছে॥গ্রীনরুমে সাজগোজের পাশাপাশি মজাও চলছে!আমি খালি উঁকি মারছি! তোর দেখাতো নেই।আমরা ”চিত্রাঙ্গদা” করেছি। আমি সুরূপা। ,,,বুলবুলদি,,কুরূপা ও কলিকা দি অর্জুন ॥
খুব সুন্দর করে সেজেছি ! তোর দেখা নেই॥ শুরু হলো নৃত্যনাট্য॥ স্টেজ থেকে দেখলাম ভীড়ে র মাঝে তুই,,,,,নীল পাঞ্জাবী ,এলোমেলো একমাথা চুল ,আর ভীষণ ভালোলাগা,মুগ্ধতা মাখানো দুটো চোখ॥ আমার প্রতিক্ষার অবসান॥ সপ্তমীর বিকেলে বেরলাম ঘুরতে। বললি,,,’চ, এক জাযগায় নিয়ে যাবো, তোর খুব ভালো লাগবে !” জঙ্গল পেরিয়ে একটা আদিবাসী গ্রামে নিয়ে গেলি॥
গ্রামের মানুষ গুলো তোকে এতো ভালোবাসে জানতাম না॥দাদাবাবু দাদাবাবু করে অস্থির! তুই যে এদের সাথে এত জড়িয়ে আছিস জানতাম না॥ খুব ভালো লাগলো॥ তোর শ্যামলা মুখের তৃপ্তির হাসি,, আমার মনটা ভরে গেল ॥
ফেরার সময় বাঁধ পাড়ে র বটগাছ তলায় বসলাম , দুজনে! দুর থেকে ঢাকের আওয়াজ ভেসে আসছে,,,, হালকা ঠাণ্ডা বাতাসে গা শির শির কর ছে॥ তুই আমার চুলে এই কাঁটাটা পরিয়ে দিয়ে বল লি ,,”দেখ,কি সুন্দর লাগছে।কক্ষন ও চুল কাটবি না॥ কি সুন্দর কোঁচকানো চুল তোর !”
আমি অবাক !তুই আমার জন্য এনেছিস এটা! ,,,,,তোর এত ব্যস্ততার মধ্যেও আমার জন্য
উপহার কেনার ভুল হয়নি,,,,,তুই আমাকে এত্তো ভালোবাসিস,,,,,, ওটা কাঁটা নয় , তোর ভালোবাসার প্রকাশ,,,,,,॥
আমার দুচোখের কোল কখন যে জলে ভরে গেছে বুঝতেও পারিনি! সম্বিত ফিরলো মায়ের ডাকে॥
চোখ মুছে বেরিয়ে এলাম,,,,,
আমি আজ ও ভাবি তুই হারিয়ে গেলি কেন ? কিভাবে, কোথায় যে চলে গেলি ,,,,আর কেউ তোর খোঁজ পেলো না॥
দেখ,,,তোর দেখানো পথে,জীবনবোধের শিক্ষাকে সাথী করে এগিয়ে চলেছি গন্তব্যের দিকে! জানি একদিন দেখা হবেই,,,,,,,,,॥