হনহনিয়ে বাজার হতে কর্তা আসে
ভরা ব্যাগটা উপুড় করে,
মুখে আলোর
ফুলকি ঝরে।
শোনো গিন্নী, চিংড়ি মাছে কচি লাউয়ে
জমবে ভালো সব যে তাজা,
ইলিশ আছে
করবে ভাজা।
যাচ্ছো কোথা? চপটা দেখো ফুলকপিতে
বলাই ওটা দারুণ করে
খাবো দুজন
আয়েশ ভরে।
ইলিশ ভাঁপা তোমার হাতে দারুণ খাসা
মেয়ে জামাই আসবে জোড়ে
সবাই খাবো
পেটটি পুরে।
নলেন গুড়ে শুখা ক্ষীরে এনেছি আজ
ফুলকো লুচি পায়েস দিয়ে
তোমার হাতে!
জুড়ায় হিয়ে।