রাজুবাবুর ভীষণ প্রিয়
আপন গোঁফ জোড়া,
আরশিতে মুখ দেখলেই হন
আনন্দে আত্মহারা।
একদিন উনি স্বপ্ন দেখেন
বয়স ওনার কুড়ি,
চিৎকার করে বলে ওঠেন
আমার গোঁফ গিয়েছে চুরি।
রাজুবাবুর ভীষণ প্রিয়
আপন গোঁফ জোড়া,
আরশিতে মুখ দেখলেই হন
আনন্দে আত্মহারা।
একদিন উনি স্বপ্ন দেখেন
বয়স ওনার কুড়ি,
চিৎকার করে বলে ওঠেন
আমার গোঁফ গিয়েছে চুরি।