টগ্ বগিয়ে ছুটছে ঘোড়া
অচিন পুরের দেশে,
নির্ভীক চেতা রাজার কুমার
চলছে বীরের বেশে।
শিরে শোভে সোনার মুকুট
অস্ত্র সাথে লয়ে,
দেশের শত্রু নাশ করে যে
আসবে ফিরে জয়ে।
কোমল মতি কুমার অতি
সয়না দুখীর দুখে,
দু’ হাত ভরে দানটা দিয়ে
স্বস্তির হাসি মুখে।
এমন কত মধুর মধুর
স্বপ্ন মনে রাজে ,
বড়ো হয়ে পিতার মতন
সাজবে রাজার সাজে।
মায়ের গলা জড়ায় কুমার
আদুরে সুর ঢালে,
এখন চড়ছি টাট্টু বটে
ঘোড়ায় বসবো কালে।
তেপান্তরের মাঠ পেরিয়ে
যাবো দূরের দেশে,
দিগ্বিজয়ী হলে তুমি
সোহাগ করবে হেসে।
পিতার মতন আমিও মা
হবো ভালো রাজা,
দেশের শত্রু যারাই হবে
দেবো তাদের সাজা।