Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আমাদের মেইল করুন - banglasahitya10@gmail.com or, contact@banglasahitya.net অথবা সরাসরি আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » রহীম শাহ (বাংলাদেশের শিশু সাহিত্যিক) || Sankar Brahma

রহীম শাহ (বাংলাদেশের শিশু সাহিত্যিক) || Sankar Brahma

রহীম শাহ (বাংলাদেশের শিশু সাহিত্যিক)

রহীম শাহর জন্ম ৩রা অক্টোবর ১৯৫৯ সালে চট্রগ্রামের পশ্চিম বাকলিয়ায় জন্মগ্রহণ করেন তিনি। চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কে এম আবদুস শুকুর এবং সৈয়দা রিজিয়া বেগমের ৫ম সন্তান রহীম শাহ। তাঁর শৈশব কাটে চট্টগ্রাম পশ্চিম বাকলিয়ার ডিসি রোডে। পশ্চিম বাকলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক লেখাপড়া শেষ করেন ১৯৬৯ সালে। এসএসসি ও এইচএসি পাশ করেন যথাক্রমে বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয় এবং হাজী মুহাম্মদ মুহসিন কলেজ থেকে। ১৯৮৭ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীন স্নাতক শেষ করেন।

পরিবেশবিষয়ক বেসরকারি সংস্থা ‘শাপলা দোয়েল ফাউন্ডেশন’-এর নির্বাহী পরিচালক এবং এনসিসি (নেচার কনজারভেশন কমিটি)-এর ভাইস প্রেসিডেন্ট।
প্রধানতঃ শিশু-কিশোর সাহিত্যের লেখক। ১৯৭০ সাল থেকে লেখালেখির শুরু। বাংলাদেশের প্রায় প্রতিটি পত্রপত্রিকায় নিয়মিত লেখেন। এছাড়া সাংবাদিকতাও করেছেন কিছুকাল। ১৯৮১ সালে ‘দৈনিক নয়াবাংলা’ থেকে সাংবাদিকতা শুরু করেন।
‘বাংলাদেশ শিশু একাডেমিতে’ কর্মরত ছিলেন ১৯৮৯ থেকে ২০০৩ সাল পর্যন্ত। এরপর দৈনিক প্রভাত, দৈনিক সকালের খবর এবং বি.ডি.নিউজ – ২৪ ডটকমে সাংবাদিকতা করেন। বর্তমানে একটি বৃহত্তর প্রকাশনা প্রতিষ্ঠানে কসালটেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।


[তার গল্প ও উপন্যাস]

০১. আগুন ডানার পাখি (১৯৯৪ সাল)
০২. চার খঞ্জনার গল্প (২০০০ সাল)
০৩. দোয়েল (২০০৩ সাল)
০৪. বুনো হাঁসের অভিযান (২০০৬ সাল)
০৫. দত্যি ও জেলেবউ (২০০৭ সাল)
০৬ অ্যাডভেঞ্চার হিমছড়ি (২০০৭ সাল)
০৭. বাচ্চা হাতির কাণ্ড (২০০৯ সাল)
০৮. চুমকি ও তার বন্ধুরা (২০১০ সাল)
০৯. খুকি ও কাঠবেড়ালি (২০১৩ সাল)
১০. ভয়ংকর ৩ অ্যাডভেঞ্চার (২০১৮ সাল)
১১. অপরূপ গল্প (২০২১ সাল)
১২. মায়ের জন্য ভালোবাসা (২০২১ সাল)
১৩. মীনকুমার (২০২১ সাল)
১৪. 02. Meen Kumar (২০২১ সাল)
১৫. Love for Mother (২০২১ সাল)
১৬. Adventure of Wild Duck (২০২১ সাল)
১৭. বিস্ময়ের এক রাত (২০২১ সাল)
১৮. গায়ে তাঁর গোলাপের ঘ্রাণ (২০২১ সাল)
১৯. বৃষ্টি হোক (২০২১ সাল)
২০. দুই গাধা যা শুনল (২০২১ সাল)
২১. মেঘের ছায়া (২০২১ সাল)
২২. মেষশাবকের আনন্দ (২০২১ সাল)
২৩. পিংকির অ্যাডভেঞ্চার (২০১৭ সাল)

[অনুবাদ ও রূপকথা]

০১. অন্যরকম রাজকুমারী (২০০০ সাল)
০২. আগামী দিনের রহস্য (২০০২ সাল)
০৩. টমের অ্যাডভেঞ্চার (২০০৪ সাল)
০৪. জেলে ও সোনার মাছ (২০০৭ সাল)
০৫. রাজকুমারী সিন্ডারেলা (২০০৮ সাল)
০৬. পিপপি গেল অভিযানে (২০১০ সাল)
০৭. পৃথিবীর শেষ মানুষটির সঙ্গে (২০১০ সাল)
০৮. জলের রাজকুমার (২০১১ সাল)
০৯. ছোট্ট মেয়ে হিডি (২০১১ সাল)
১০. রাজকুমার সওদাগর কন্য (২০১১ সাল)
১১. ঘুমের দেশে রাজকন্যা (২০১১ সাল)
১২. অজানা দ্বীপে সিন্দেবাদ (২০১২ সাল)
১৩. ওয়ান্ডারল্যান্ডে এলিস (২০১২ সাল)
১৪. রাশিয়ার রূপকথা (২০১৩ সাল)
১৫. রহস্যময় ভবিষ্যতের কাছে (২০১৪ সাল)

[কবিতা ও ছড়া]

০১. লড়াই লাগার ঘণ্টা (১৯৮৬ সাল)
০২. দুধ মাখা ভাত কাকে খায়, (১৯৮৮ সাল)
০৩. রাতের কপালে জোনাকির টিপ (১৯৯৪ সাল)
০৪. সবার আগে কুসুম বাগে (১৯৯৬ সাল)
০৫. দশ দশে ১০০ (১৯৯৮ সাল)
০৬. মজার পড়া পাখির ছড়া (২০০১ সাল)
০৭. মজার পড়া পশুর ছড়া (২০০২ সাল)
০৮. স্বপ্ন নিয়ে খেলা (২০০৩ সাল)
০৯. পাখির ছড়া পাখির পড়া (২০০৫ সাল)
১০. পশুদের নিয়ে ছড়া (২০০৬ সাল)
১১. নাকটা টেনে বাঁশি (২০০৭ সাল)
১২. গ্রাম-বাংলার ছড়া (২০০৮ সাল)
১৩. আনন্দ রে আনন্দ (২০০৯ সাল)
১৪. উড়ছে ছড়া পাখির ডানায় (২০১১ সাল)
১৫. মজার পড়া ১০০ ছড়া (২০১২ সাল)
১৬. টম এন্ড জেরির ঢাকা সফর (২০১৩ সাল)
১৭. জীবজন্তুর ছড়া (২০১৩ সাল)
১৮. বর্ণমালার ছড়া-১ (২০১৩ সাল)
১৯. বর্ণমালার ছড়া-২ (২০১৩ সাল)
২০. একটু পেলে ছুটি (২০১৪ সাল)
২১. আগাডুম ছড়া বাগাডুম ছড়া (২০১৬ সাল)
২২. টোকাই টোকাই (২০১৫ সাল)
২৩. হাট্টিমাটিম ছড়া (২০১৫ সাল)
২৪. নির্বাচিত ১০০ ছড়া (২০১২নসাল)
২৫. ছড়াসমগ্র (২০১২ সাল)
২৬. নির্বাচিত কিশোর কবিতা (২০০৯ সাল)
২৭. ছড়ায় ছড়ায় বর্ণমালা (২০১৫ সাল)
২৮ বীরমানুষের ছড়া (২০১৬রসাল)
২৯. মজার ছড়া (২০১৮ সাল)
৩০. ছোটোদের কবিতা (২০২০ সাল)
৩১. বীরকন্যার ছড়া (২০২১ সাল)
৩২. Song of Forest (২০২১ সাল)

[জীবনী]

০১. ছোটদের মোহম্মদ নাসিরউদ্দীন (১৯৯৫ সাল)
০২. গ্যালিলিও (২০২১ সাল)

[বিজ্ঞান]

০১. পাখির জন্য ভালোবাসা (২০০২ সাল)
০২. বাংলাদেশের পাখি ও বন্য পরিবেশ (২০০৩ সাল)
০৩. মানুষ করল আকাশ জয় (২০০৪ সাল)
০৪. বেজি বাঘ বানরেরা (২০০৬ সাল)
০৫. পৃথিবীর জš§কথা (২০০৭ সাল)
০৬. মজার জানা জ্যোতির্বিদ্যা (২০০৮ সাল)
০৭. বিপন্ন প্রাণীর খোঁজে (২০০৯ সাল)
০৮. পৃথিবী ও আকাশ (২০১১ সাল)
০৯. ঘুরে আসি প্রাণিরাজ্যে (২০১২ সাল)
১০. জীবজন্তুর জীবনযাপন (২০১৩ সাল)
১১. রঙিন ডানার পাখি (২০১৫ সাল)
১২. জীবজন্তুর মজার কথা (২০১৫ সাল)
১৩. ঘুরে আসি মহাবিশ্বে (২০১৯ সাল)
১৪. তারায় তারায় খচিত (২০১৯ সাল)

[সংকলন]

০১. সব রকম লেখা (২০০৩ সাল)
০২. নির্বাচিত পঞ্চাশ (২০০৮ সাল)
০৩. কিশোরসমগ্র (২০১১ সাল)
০৪. কিশোর অমনিবাস (২০১৪ সাল)
০৫ কাগজের নৌকোরা (২০১৯ সাল)

[সম্পাদনা]

০১. পঁচাত্তরের সেই দিন (২০০০ সাল)
০২. বঙ্গবন্ধুকে নিয়ে ১০১ কিশোর রচনা (২০১১ সাল)
০৩. গদ্যে-পদ্যে শেখ মুজিব (২০১৩ সাল)
০৪. শত লেখায় বঙ্গবন্ধু (২০২১ সাল)
০৫. স্মরণে বরণে বঙ্গবন্ধু (২০২১ সাল)
০৬. বঙ্গবন্ধু জন্য ১০০ ছড়া (২০২১ সাল)
০৭. গল্পে গল্পে বঙ্গবন্ধু
০৮. শত ছড়ায় বঙ্গবন্ধু (২০২১ সাল)
০৯. মুক্তিযুদ্ধ পঁচিশ বছর (১৯৯৬ সাল)
১০. বাংলাদেশের বাছাই কিশোর কবিতা (১৯৯৩ সাল)
১১. ছোটদের আনন্দবার্ষিকী ‘আকাশকুসুম’ (২০০৮ সাল)
১২. ছোটদের আনন্দবার্ষিকী ‘সকালবেলার পাখি’ (২০১২ সাল)
১৩. ছোটদের আনন্দবার্ষিকী ‘আজ আমাদের ছুটি’ (২০১২ সাল)
১৪. ছোটদের আনন্দবার্ষিকী ‘আজ ছুটিবার’ (২০১৩ সাল)
১৫. ছোটদের আনন্দবার্ষিকী ‘বিষ্টি পড়ে টাপুরটুপুর’ (২০১৫ সাল)

[পুরস্কার]

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (২০১৯ সাল),
পালক অ্যাওয়ার্ড (১৯৯৭ সাল), অতীশ দীপঙ্কর স্বর্ণপদক (২০০৩ সাল), জসীমউদ্দীন স্মৃতি পুরস্কার (২০০৫ সাল), আরশীনগর সম্মাননা পদক (২০০৫ সাল), মাওলানা ভাসানী স্মৃতি পুরস্কার (২০০৬™সাল), আমরা কুঁড়ি শিশুসাহিত্য পদক (২০০৬ সাল), শিশু-কিশোর নাট্যম শিশুসাহিত্য পুরস্কার (২০০৭ সাল), আবদুল আলীম স্মৃতি পুরস্কার (২০০৮™সাল), কবি আবু জাফর ওবায়দুল্লাহ পুরস্কার (২০০৮ সাল), নেতাজি সুভাষ বসু পুরস্কার (২০০৮ সাল), কবি গোবিন্দচন্দ্র দাশ সাহিত্য সম্মাননা (২০০৯ সাল), কথন শিশুসাহিত্য পুরস্কার (২০০৯ সাল), অগ্রণী ব্যাংক শিশু একাডেমি শিশুসাহিত্য পুরস্কার (২০১০ সাল) অগ্রণী ব্যাংক শিশু একাডেমি শিশুসাহিত্য পুরস্কার (২০১১ সাল), নওয়াব ফয়জুননেসা স্বর্ণপদক (২০১১ সাল)। অগ্রণী ব্যাংক শিশু একাডেমি শিশুসাহিত্য পুরস্কার (২০১২ সাল), লাটাই ছড়াসাহিত্য পুরস্কার (২০১৫ সাল), জাতীয় সাহিত্য পদক (২০১৬ সাল), প্রতীকী ছড়াসাহিত্য পুরস্কার (২০১৭ সাল), শ্রীপুর সাহিত্য পরিষদ পুরস্কার (২০১৭ সাল), বঙ্গবন্ধু সিএনসি পদক (২০১৮ সাল), বাঙালির কণ্ঠ লেখক পুরস্কার (২০১৯ সাল),মহাত্মা গান্ধি পিস অ্যাওয়ার্ড (২০১৯ সাল), সমধারা সাহিত্য পুরস্কার (২০১৯ সাল), কবি জীবনানন্দ দাশ স্মৃতি পদক (২০২০ সাল), অমিকন সম্মাননা (২০২০ সাল), ডিজিটাল সাহিত্য আড্ডা সম্মাননা (২০২০ সাল), আমার বাড়ি শিশুসাহিত্য সম্মাননা (২০২১ সাল).

————————————————————–

[ সংগৃহীত ও সম্পাদিত। তথ্যসূত্র – উইকিপিডিয়া

“বাংলা-একাডেমি-সাহিত্য-পুরস্কার-২০১৯-ঘোষণা”। সংগ্রহের তারিখ ২৩শে জানুয়ারি ২০২০ সাল।
“বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন যাঁরা”। সংগ্রহের তারিখ ২৩শে জানুয়ারি ২০২০ সাল।]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *