কবিতায় আর কবিতার শব্দ ও অক্ষরে
অন্তঃপ্রাণ কোন কবি কথার আলাপে
ডুবে গেলে আর ভাবে বিভোর হলে
তাকেই আত্মমগ্ন কবি ভাবি
এই ভাবনাই মুখে মুখে সর্বত্র সবার
শব্দই ব্রহ্ম
শব্দই শব্দের অনন্ত মাধুরী
মহার্ঘ শব্দ তাই রোমাঞ্চ জানে অপার
জানে বলেই স্বপ্নকে শব্দের নিভৃত টানে আবদ্ধ রাখে
ছুঁয়ে দেয় যখন তখন স্বপ্ন-রঙিন পাখা
ছোঁয় অভিযাত্রী হৃদয়
শরীরে আঁকে অনন্ত শিহরণ
শব্দের নিরিবিলি ঘর -গেরস্থালি ঘিরে
আত্মমগ্ন কবি ফুলের মালার মতো গেথে যায়
জীবনের নানান রঙের শব্দ
সেই সব শব্দ ও শব্দময়তা থেকে আমরা
আমাদের জীবনের গল্প কথায় সযত্নে
আমাদের বেঁচে থাকার রসদ কুড়োই ।