ফুল বাগিচায় আপন মনে
টুনটুনি গান গায়
নলেন গুড়ের রসগোল্লা
খোকা তখন খায়।
টুনি বলে ওরে খোকা
খাওয়া বন্ধ কর
একটা দে না রসগোল্লা
তুই না আমার বর।
ফুল বাগিচায় আপন মনে
টুনটুনি গান গায়
নলেন গুড়ের রসগোল্লা
খোকা তখন খায়।
টুনি বলে ওরে খোকা
খাওয়া বন্ধ কর
একটা দে না রসগোল্লা
তুই না আমার বর।