ছাতিমতলা
ভোর,খুব ভোরে
তৃপ্ত ছায়ার আকাশ
সমস্ত তৃষ্ণার্ত পথ পেরিয়ে
ডানার আকাশ শেষ হলে
জল হতে চাওয়া জীবন বিশ্রাম আঁকে
চৈতন্য ফেরে
পোশাকের ঘর ভেঙে
তিমির ঘনঘোটা মেঘ থেকে
বাড়ি ফেরে
সৌম্য সৌন্দর্যের সন্ন্যাসী
মুঠো মুঠো আলোর বারিধারা ঢালে মনে প্রাণে
তিনি ই আমাদের রবীন্দ্রনাথ