প্রভাত বেলা আলোর মেলা প্রভাত রবি জাগে
কুসুম বাগে কুসুম কলি আলোর ছোঁয়া মাগে।
মৌমাছি সব মধুর আশে কুসুম বাগে আসে
কুসুম কলি পরাগ মাখে আশাতে ফল হাসে।
ভবের খেলা মধুর মেলা ফুল কলিতে ভাসে
গুণ গুণিয়ে গান শুনিয়ে মৌচাকে ফের বসে।
রবির আলো সবার ভালো কর্মে জাগায় দিশা
সবাই ছোটে খেলার মাঠে শরীর হবে খাসা।
বাড়লে বেলা রোদ ঝামেলা বড্ড গরম জ্বালা
রোদের তাপে গরম লাগে ছায়া খোঁজার পালা।
শীতের কালে ভয়তো জলে সিনান হবে কি না
সকাল পরে গ্রামের ঘরে রোদ্দুরে ধান দে না।
পৌষের আশা খাবার খাসা পিঠে পুলির গান
শীতের বেলা হরেক মেলা রোদ্দুরে সব যান।
মাঘের শীত বাঘের গায় রোদের আশা করে
কাঁথা কম্বল রোদে ভোম্বল শুকিয়ে তোলে ঘরে।
আগুন জ্বালে ছেলের দলে গরম লাগে ভালো
শীতের চোটে শরীর কাঁপে বিষম কাশি এলো।
দিনের শেষে রাগের বশে অস্ত রাগের খেলা
সন্ধ্যা ঘনায় আলো ছায়ায় সাঙ্গ দিনের পালা।
সন্ধ্যে হলে ছেলের দলে আগুন পোহায় মাঠে
পিঠের মজা মালপো ভাজা পায়েস পেলে চাটে।
পৌষ পার্বণ শীতে কাঁপন তবুও মজা পিঠে
গোকুল পিঠে আসকে পিঠে হরেক পিঠে সাঁটে।।