রবি তাপে ধরা রোদ ঢালে কড়া
দেহ বেয়ে ঘাম ঝরে,
মাঠ ঘাট নালা ফেটে ফালা ফালা
চাষি চোখে জল ভরে।
ধরা জুড়ে খরা ভয়ে হৃদি ভরা
কোথা গেলে পাবে জলে,
তৃষা বাড়ে যত ত্রাসে কাঁপে তত
জল পেতে খোঁজ চলে।
নভ পানে চায় মেঘে যদি ছায়
যদি বারি ধারা নামে,
আশা যায় ঢলে দেহে নাহি বলে
কৃপা মাখে প্রভু ধামে।
রবি কেন রেগে খরা ঢালে বেগে
ত্রাহি রবে কাঁদে সবে,
প্রভু কৃপা করে বৃষ্টি দাও ভরে
দেহ মাঝে প্রাণ রবে।