রফিকুর রশীদ (বাংলাদেশের জনপ্রিয় সাহিত্যিক)
২৭শে সেপ্টেম্বর ১৯৫৭ সালে, মেহেরপুর জেলার গাংনী উপজেলার নীল আঁচল গ্রামের, বাজারপাড়া অঞ্চলে রফিকুর রশীদ জন্মগ্রহণ করেন। তার পিতার নাম গোলাম রসুল এবং মায়ের নাম রওশন আরা বেগম। তিনি গাংনী হাই স্কুল থেকে এসএসসি (১৯৭৩ সালে), মেহেরপুর সরকারি কলেজ থেকে এইচএসসি (১৯৭৫ সালে) এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক (১৯৭৯ সালে) ও স্নাতকোত্তর (১৯৮০ সালে) ডিগ্রী লাভ করেন। তার ডাক নাম – রফিক ও রিজভী।
তিনি অধ্যাপনা করতেন (অবসরপ্রাপ্ত), বর্তমানে সাহিত্যচর্চা করেন।
রফিকুর রশীদ বাংলাদেশের একজন সাহিত্যিক । তিনি বাংলা ভাষার অন্যতম কথাসাহিত্যক হিসেবে পরিচিত।
তিনি অগ্রণী ব্যাংক শিশু একাডেমী শিশুসাহিত্য পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কার, বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার (২০২১ সালে) সহ নানা পুরস্কার পেয়েছেন।
তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা শতাধিক। এ ছাড়াও বিভিন্ন জাতীয় দৈনিকের সাহিত্য পাতায় গল্প এবং ঈদ সংখ্যায় গল্প, উপন্যাস প্রকাশ হয়। বিভিন্ন লিটল ম্যাগে গল্প লেখেন তিনি।
তার উল্লেখযোগ্য গ্রন্থ –
অগ্নিকিশোর ১৯৭১
তার দাম্পত্যসঙ্গী – হাজেরা বেগম।
রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাজীবন সমাপ্তির পর ১৯৮৩ সালে সিলেটের এক চা বাগানের সরকারী ব্যবস্থাপক হিসেবে শুরু হয় তার কর্মজীবন। এরপরে মেহেরপুর জেলার গাংনী সরকারি কলেজে শিক্ষক হিসাবে যোগদান করেন, এখানে থেকেই অবসর গ্রহণ করেন। এরপর থেকে তিনি তিন যুগেরও অধিক সময় ধরে সাহিত্যচর্চা করেছেন। বাংলাদেশের উল্লেখযোগ্য বিভিন্ন পত্রিকা ও ম্যাগাজিনে তিনি বহু নানামাত্রিক গল্প, উপন্যাস ও কবিতা লিখেছেন। তাঁর গল্পে এ দেশের গ্রামজীবনের চিত্র ভিন্নমাত্রায় উপস্থাপিত হয়েছে যা তাঁকে গল্পকার হিসেবে বিশিষ্টতা এনে দিয়েছে। তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক গল্প ও উপন্যাস লিখেও জনপ্রিয়তা পেয়েছেন।
[ গল্পগ্রন্থ ]
১). হলুদ দোয়েল
২). স্বপ্নের ঘরবাড়ি
৩). দিনযাপনের দায়
৪). এইসব জীবনযাপন
৫). জীবনের যতো জলছবি
৬). শেকড়ছেঁড়া মানুষের গল্প
৭). রৌদ্রছায়ার নকশা
৮). প্রেমের গল্প
৯). অশনিপাতের দিন
১০). না গৃহ না সন্ন্যাস
১১). সাদা মেঘের পালক
১২). দ্বিতীয় জন্মের কুহক
১৩). প্রথম কদমফুল
১৪). অন্ধকারের উৎস হতে
১৫). অন্যযুদ্ধ
১৬). মুক্তিযুদ্ধের গল্প
১৭). গল্পগুলো বঙ্গবন্ধুর
১৮). গল্পসমগ্র- ১, ২, ৩
[ উপন্যাস ]
১). হৃদয়ের একূল ওকূল
২). দারুচিনি দ্বীপের ভেতর
৩). দাঁড়াবার সময়
৪). ছায়ার পুতুল
৫). নিষিদ্ধ সুবাস
৬). বাড়ির নাম সংশপ্তক
৭). খননেররাত
৮). চার দেয়ালের ঘর
৯). ভালবাসার জলছবি
১০). পাপী পিয়া এবং পদ্মফুল
১১). প্রস্তুতিপর্ব
[ গবেষণা গ্রন্থ ]
১). বাংলাদেশের মুক্তিযুদ্ধে মুজিবনগর
২). মেহেরপুর জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস
৩). বাংলাদেশের মুক্তিযুদ্ধ: কিশোর ইতিহাস
৪). বাংলাদেশের ভাষা আন্দোলনের কিশোর ইতিহাস
৫). বাংলাদেশের লোকসংস্কৃতি: মেহেরপুর জেলা
[ ছড়া ও কিশোরকাব্য ]
১). জন্মদিনের ছড়া (পৃথিবী সৃষ্টির ইতিহাস)
২). যুদ্ধদিনের ছড়া
৩). ছড়ার বাড়ি কড়া নাড়ি
৪). ভাষার লড়াই ছড়ায় ছড়াই
৫). মশকরানির মন্ত্রীসভায়
৬). ছড়ার পাখি ডাকে আমায়
৭). নূর হোসেন এক কাব্যলেখা
৮). আকাশজোড়া মায়ের আঁচল
৯). চিরঞ্জীব বঙ্গবন্ধু
[কিশোর গল্পগ্রন্থ ]
১). স্বপ্নেভরা কিশোরবেলা
২). ইচ্ছে পুতুল
৩). চার গোয়েন্দার কাণ্ড
৪). গল্পগুলো ক্লাসের নয়
৫). ঈদ মানেই আনন্দ
৬). লাস্ট বেঞ্চের ছেলেটি
৭). আকাশ আবার ফার্স্ট হবে
৮). সৌরভের হারানো ঘুড়ি
৯). সুতোকাটা ঘুড়ি এবং ভূতের গল্প
১০). ভূতের বাড়ি হাত বাড়ানো
১১). বারো রাজ্যের রূপকথা
১২). প্রভাতফেরি
১৩). একুশের কিশোর গল্প
১৪). মুক্তিযুদ্ধের কিশোর গল্প
১৫). রাসেলের জন্য ভালোবাসা
১৫). নজরুল জীবনের গল্প
১৬). রবীন্দ্র-নজরুল: ছেলেবেলার গল্প
১৭). বিজয় দেখার দিন
১৮). একাত্তরের সূর্যোদয়
১৯). বিজয় দেখার দিন
২০). বরণীয় জীবনের স্মরণীয় গল্প
২১). বঙ্গবন্ধু ও শেখ রাসেল: ছেলেবেলার গল্প
২২). শংকর মধুমতি পাড়ের খোকা
২৩). বঙ্গবন্ধু কিশোরসমগ্র
[ কিশোর উপন্যাস ]
১). অপারেশন মুজিবনগর
২). কাজল ইজ এ গুড বয়
৩). পরীবানু আবার স্কুলে যাবে
৪). ইভানের বিয়ে
৫). বীরের মাটি
৬). পিন্টু বাহিনীর যুদ্ধযাত্রা
৭). শংকর ইদিপাসের গল্প
৮). এক যে ছিল রাজকন্যা
৯). এক যে ছিল রাখালরাজা
১০). ফিরে এলো রাজপুত্রর
১২). ভুতুড়ে ক্লাব এবং আমাদের পাইলট স্যার
১৩). ভালো ভূতের যতো কাণ্ড
১৪). আমাদের স্কুলে সত্যিই ভূত ছিল না
[ সম্পাদিত গ্রন্থ ]
১). নির্বাচিত একুশের গল্প
২). মুক্তিযুদ্ধের নির্বাচিত গল্প
৩). মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ কিশোর গল্প
৪). এই সময়ের মুক্তিযুদ্ধের গল্প
৫). রাসেল আমাদের ভালোবাসা
৬). আলোকিত বঙ্গবন্ধু
[ অনন্য গ্রন্থ ]
১). সাতকাহনের গদ্য (প্রবন্ধ)
২). রবীন্দ্রনাথ: ‘পত্রপুট’ (প্রবন্ধ)
৩). জন্মদিনের গল্প (নাটক)
৪). ভালো মানুষের দেশে (আফ্রিকার ভ্রমণগদ্য)
[ পুরস্কারপ্রাপ্তি ]
বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার (২০২১ সাল)
এম. নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার
অগ্রণী ব্যাংক শিশু একাডেমী শিশুসাহিত্য পুরস্কার
আলাওল সাহিত্য পুরস্কার (২০০১ সাল)
অরনি সাহিত্য পুরস্কার
অধ্যাপক খালেদ শিশুসাহিত্য পুরস্কার
কাঙাল হরিনাথ পদক ও পুরস্কার
বগুড়া লেখকচক্র সম্মাননা
সাতক্ষীরা সাহিত্য একাডেমি সম্মাননা
কাজী কাদের নেওয়াজ জন্ম শতবর্ষ সম্মাননা
চন্দ্রাবতী একাডেমি সম্মাননা
ফিলিপস গল্প লেখা পুরস্কার
কাজী কাদের নেওয়াজ জন্মশতবার্ষিকী সম্মাননা
ডা. লুৎফর রহমান স্মৃতি সাহিত্য পদক
কবি সিকান্দার আবু জাফর সাহিত্য পুরস্কার
কথাসাহিত্যকেন্দ্র পদক
অরিন্দম-চুয়াডাঙ্গা শুভেচ্ছা স্মারক
দিজেন্দ্র পুরস্কার (পশ্চিমবঙ্গ)
তাছাড়া তিনি গীতিকার: বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের ‘ক’ শ্রেণির গীতিকার
জীবন সদস্য, বাংলা একাডেমী, ঢাকা
সদস্য, এশিয়াটিক সোসাইটি বাংলাদেশ, ঢাকা
জীবন সদস্য, অরিন্দম সাংস্কৃতিক সংগঠন, চুয়াডাঙ্গা
সহ-সভাপতি, বাংলাদেশ শিশু সাহিত্যিক ফোরাম, ঢাকা
সভাপতি, মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগার, গাংনী, মেহেরপুর
সদস্য, সাধারণ পরিষদ, ওয়েভ ফাউন্ডেশন, ঢাকা।
—————————————————————-
[ সংগৃহীত ও সম্পাদিত। তথ্যসূত্র – উইকিপিডিয়া –
“শেষ হলো আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন”। দৈনিক শিক্ষা। সংগ্রহের তারিখ – ১লা জুলাই ২০২১ সাল।
প্রতিবেদক, নিজস্ব। “অধ্যাপক খালেদ শিশুসাহিত্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান”। প্রথম আলো। সংগ্রহের তারিখ – ৩রা জুলাই ২০২১ সাল।
“ফরিদপুরে আলাওল সাহিত্য পুরস্কার পেলেন ৬ গুণীজন”। দৈনিক নয়াদিগন্ত। সংগ্রহের তারিখ – ৩রা জুলাই ২০২১ সাল।
“ফরিদপুরে শুরু হলো সাহিত্য সম্মেলন”। সমকাল। সংগ্রহের তারিখ – ৩রা জুলাই ২০২১ সাল।
“ফরিদপুরে শেষ হলো দুই দিনের সাহিত্য সম্মেলন”। কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ – ৩রা জুলাই ২০২১ সাল।
“Gangni Govt. Degree College » শিক্ষকবৃন্দ”। সংগ্রহের তারিখ – ১লা জুলাই ২০২১ সাল।
“বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন ১৫ জন”। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৩শে জানুয়ারি ২০২২ সাল।
“দ্বাদশ সাহিত্য সম্মেলন ও আলাওল সাহিত্য পুরস্কার- ২০১৯ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত”। www.abhijug.com। সংগ্রহের তারিখ – ৩রা জুলাই ২০২১ সাল।
“ফরিদপুরে আলাওল সাহিত্য পুরস্কার প্রদান”। দৈনিক নেত্রকোনা। ৯ই জুলাই ২০২১সালে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ – ৩রা জুলাই ২০২১ সাল।
“এম নূরুল কাদের শিশু সাহিত্য পুরস্কার পেলেন চার গুণী”। banglanews24.com। সংগ্রহের তারিখ – ৩রা জুলাই ২০২১ সাল।
“আজ মেহেরপুরে গুণী সংবর্ধনা ।। ৯ গুণীকে দেয়া হবে সংবর্ধনা”। meherpurnews.com। ১৫ই মে ২০১৫ সাল। সংগ্রহের তারিখ – ২রা জুলাই ২০২১ সাল।