খবর শোনো, দারুণ মজার! দারুণ মজার ভাই,
রথযাত্রার টানতে দড়ি বিশ্বে সাড়া তাই।
ব্রাজিল, মাদ্রিদ, কাঠমান্ডু আর লিভারপুলে আজি,
জগন্নাথের টানছে দড়ি আল্হাদে খুব সাজি।
মেক্সিকো ও চিকাগো আর,রোম,দুবাই জুড়ে,
রথের দড়ি টানছে সবাই ভক্তি গানের সুরে।
ওয়াশিংটন নিউইয়র্ক আর প্যারিস,রোমে সবে,
পিল,পিল,পিল রথে সামিল জনগনে রবে।
দুবাই শহর -কলম্বিয়া পিছিয়ে তো নেই,
ভক্তিরসে আনন্দেতে পায়না খুঁজে খেই।
ব্যাপার দেখে দরজা খুলে বেড়িয়ে এলো চিলি,
রথের দড়ি টানছে সবে, প্রীতি ভাবে মিলি।
রথযাত্রার দৌড় শুরু যে সারা ভারত জুড়ে,
ছুটছে চেন্নাই, কলকাতা ও মাদ্রাজ পুরী ঘুরে।
ফুলে ফুলে সাজানো রথ অরূপ শোভা তাতে,
জগন্নাথ আর বলরামে সুভদ্রা বোন সাথে।
মনের সুখে ঘুরে দেবে মাসির বাড়ি পাড়ি,
সপ্তদিনে আসবে ফিরে আবার নিজের বাড়ি।
সাম্য, মৈত্রী,একতা রয় সকল ধর্মের বাণী,
মহাপুরুষ,নবীর বাণী বলে তাহা জানি।