আজ বসন্তে রঙের খেলা
খেলছে হোলি সব
ফাগের রঙে মেতে ভুবন
আনন্দ কলরব।
দিকে দিকে পলাশ শিমুল
আগুন রঙে লাল
ফাগুন আগুন মনকে রাঙায়
বাতাসে ভাসে গুলাল।
বসন্ত আজ দ্বারে দ্বারে
খুশির বন্যা আনে
হিংসা দ্বেষ ভুলে সবাই
ভাসছে প্রেমের বানে।
আজ বসন্তে রঙের খেলা
খেলছে হোলি সব
ফাগের রঙে মেতে ভুবন
আনন্দ কলরব।
দিকে দিকে পলাশ শিমুল
আগুন রঙে লাল
ফাগুন আগুন মনকে রাঙায়
বাতাসে ভাসে গুলাল।
বসন্ত আজ দ্বারে দ্বারে
খুশির বন্যা আনে
হিংসা দ্বেষ ভুলে সবাই
ভাসছে প্রেমের বানে।