মা-
মাগো,
আর কেঁদো না তুমি ।
সময় আসন্ন মাগো,
তব শুভ মুক্তি সাধন সমাপ্তির।
প্রভাতি শুনছি মোরা ,
এ যে স্বর্ণোজ্জ্বল প্রভাতের গান-
তাই বিজয়-বৈজয়ন্তীতে উদ্দাম মোদের প্রাণ।
বারুদের পোড়া গন্ধ ,
রক্তের আলপনায় রঞ্জিত প্রান্তর !
রক্তের প্লাবন হয়নি তো এখনও শেষ ,
তব বেদী ভরে গেছে
রাঙা পলাশের স্তূপে ,
অজস্র রক্ত-গোলাপের পাপড়ি ঝরে পড়ছে।
ক্ষোভ নেই – দুঃখ নেই,-
মোরা আজ প্রস্তুত ।
রোদে পোড়া বিবর্ণ চামড়ায় ছাওয়া বক্ষের
শেষ রক্ত বিন্দুটিও ঢেলে দিয়ে
রক্ত লোলুপ বাজ পাখিটার তৃষা মিটিয়ে
শান্তির কপোত করে দেবো উড়িয়ে
অসীম নীল আকাশে ।
মোদের মনের সুপ্ত ভিসুভিয়াস
জেগে উঠেছে আজ ।
মোদের বক্ষ পঞ্জর আজ দধীচির হাড়,
তারই বজ্র হানবো মোরা রক্তিম দিগন্তে ,
হাতছানি দিচ্ছে মোদের পলাশ – দিগন্ত !
পৌঁছে মোরা যাব ঠিক অন্তে –
নক্ষত্র যোজন দূরে সেই পলাশ দিগন্তে ।